৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

গঙ্গাচড়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের অনুপ্রবেশ ঠেকাতে বিএনপি'র সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
3 weeks ago
88


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়ন বিএনপি'র একটি নিষ্ক্রিয় অংশ বিগত ১৭ বছরের সুবিধাভোগী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসোররা  বর্তমানে বিএনপিতে অনুপ্রবেশে মরিয়া হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব সুবিধাবাদীদের ষড়যন্ত্র রুখতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানাতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগীদের নেতৃত্বে রয়েছেন মর্ণেয়া ইউনিয়ন বিএনপি'র ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ তোজাম্মেল হক। যারা বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারেরও সুবিধাভোগী।

উপজেলার মর্ণেয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন সম্মেলনের আয়োজক মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মীর কাশেম মিঠু।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বিগত এক এগারোর পর থেকে অদ্যাবধি বিএনপি'র কোন ধরনের কর্মসূচিতে তাদের অংশগ্রহণ ছিল না। গত ৫ আগষ্টের পর আবারও ওই সুবিধাভোগীরা বিএনপি'র সুবিধা পেতে বিএনপি'র দূর্দিনে শত নির্যাতন ভোগকারী, কারাবরণকারী নেতাকর্মীদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার অপকৌশল অবলম্বন করছে। যাহা দলের সুনাম ক্ষুন্ন সহ ত্যাগী নেতাকর্মীদের মনোবলকে ভেঙ্গে দিচ্ছে।

তাদের চরিত্র ও কর্মকাণ্ড মর্ণেয়া ইউনিয়ন বিএনপি'র ত্যাগী নেতাকর্মীরা অবগত থাকায় তারা দলে ঢুকতে পারে নাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্ট এর দোষরদের দলে ঠাঁই না দিতে মর্ণেয়া ইউনিয়ন বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে মানববন্ধনসহ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাদের এ ধরনের ষড়যন্ত্র রুখতে তিনি ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি  অনুরোধ জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন মর্ণেয়া ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব আব্দুল মাবুদ, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, যাদু মিয়া, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth