জোড়াবাড়ী ইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল" এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে যুব সংঘের উদ্দ্যেগে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) বিকেলে জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়ার যুব সংঘ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিফ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম
জোড়াাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আলমের সভাপতিত্বে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শ্রী সুবাম চন্দ্র রায়, ছাত্রনেতা সিঙ্গাপুর প্রবাসী সবুজ ইসলাম, ছাত্রনেতা সজিব সরকার, হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক শ্রী জগদীশ চন্দ্র রায়, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল হাই ,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমানসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
চয়ন ইসলামের সঞ্চালনায় এসময় আয়োজক কমিটির সদস্যরা বলেন, কেউ যাতে মাদকের দিকে ধাপিত না হয় তার জন্যই আমাদের এই আয়োজন, আমরা বিগত দিনে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্ট ও করেছি এরই ধারাবাহিকতায় আজকে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিত সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করছি। সামনের দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে,দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ হিসেবে দৌড় খেলা, বল লিক্ষেপ, মোরগ লড়াই, হাড়ীভাঙ্গা, মহিলাদের বালিশ চলনা, এবং পরিশেষে সন্ধায় সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আলম।