৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে-পীরগাছায় আখতার হোসেন

আমাদের প্রতিদিন
3 weeks ago
99


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোতে যে পরিবার প্রথা রয়েছে, দাদা-বাবা-ছেলে নাতী এই পরিবার প্রথা বাতিল করা দরকার। বাংলাদেশের সকল মানুষ যেন গণতন্ত্রের ভিতর দিয়ে, নিজের সক্ষমতায় বাংলাদেশকে পরিচালনার যোগ্যতা থাকলে তারা যেন সেই সুযোগটা পান সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।

গতকাল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার রাতে রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যূত্থানে যে দাবি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যারা রাজপথে জীবন দিয়েছেন, অনেকের অঙ্গহানি হয়েছে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য যদি আমরা বাস্তবে রুপদান না করতে পারি, তাহলে তাদের জীবন দেওয়ার কোন স্বার্থকতা থাকবেনা। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশকে এমন এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে নিয়ে চায়, যেখানে দূর্নীতি, লুটপাট, একনায়কতন্ত্র, এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা, বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার সংস্কৃতি আর থাকবেনা।

গত ১৬ বছর এক জুলুমবাজ, ফ্যাসিবাদী স্বৈরশাসক বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছিল। বিরোধী মতের মানুষদের দমন-পীড়ন করা হয়েছে। ছাত্র-জনতা জুলাই অভ্যূত্থানে সেই স্বৈরশাসককে ক্ষমতার মসনদ থেকে ছুড়ে ফেলেছে। আমরা সেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে পূনর্বাসন আর বরদাস্ত করবোনা।

সংগঠক এম আলমগীর কবিরের সঞ্চালনায় পীরগাছা উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পীরগাছার শহীদ মঞ্জুরুল ইসলামের স্ত্রী, শহীদ মামুনের ছোট বোন, শহীদ সাইফুল ইসলামের স্ত্রী, সংগঠক রাকিবুল ইসলাম রকি, রফিকুল ইসলাম কনক, জাহাঙ্গীর আলম জীবন, আলমগীর নয়ন, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় সার্বিক সহযোগিতা করেন ছাত্র সমন্বয়ক শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, তানভীর সোহেলসহ অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth