১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম

আমাদের প্রতিদিন
4 weeks ago
37


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা কমেছে। বর্তমানে পটল কেজি প্রতি ২০ টাকা কমে ৬০ টাকা, বেগুন কেজি প্রতি ৩০ টাকা কমে ৬৫ টাকা, শিম কেজি প্রতি ১৫ টাকা কমে ৫৫ টাকায়, মুলা কেজি প্রতি ১০ টাকা কমে ৩০ টাকা, ফুলকপি কেজি প্রতি ৪০ টাকা কমে ১০ টাকা, বাঁধাকপি এখন ১৫ টাকা পিচ হিসেবে বিক্রি হচ্ছে।

এছাড়াও দেশি টমেটো কেজি প্রতি ৫০ টাকা কমে ৬০ টাকায় এবং করলা কেজি প্রতি ৩০ টাকা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সরবরাহ বেশি হওয়ার কারনে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বৃৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, শীতের মৌসুমে শীতকালীন সবজি প্রচুর পরিমাণ বাজারে উঠতে শুরু করেছে। যার ফলে দাম অনেকটাই কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে ক্রেতাও অনেক বৃদ্ধি পেয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth