৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

ঘোড়াঘাটে সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন

আমাদের প্রতিদিন
2 weeks ago
54


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুল নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় পৌরসভা এলাকার কালীতলা গোল চত্বরে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শাহনেওয়া সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা আরিফা বিলকিস এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, প্রতিষ্ঠাতা মোহাম্মাদ সোহেল, ব্যবস্থাপনা পরিচালক মো: সাজ্জাদ হোসেন(পারভেজ) নুরজাহানপুর অবঃ সামরিক কলোনীর প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠ, ওসমানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন, দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিল হোসেন, বিশিষ্ট সমাজসেবক সাব্বির আহমেদ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এমন একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য স্কুল পরিচালনা পর্ষদকে ধন্যবাদ এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে  অনুষ্ঠান শেষ হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth