৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

রংপুরের পীরগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মিলন গ্রেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
58


মহানগর প্রতিবেদক:

রংপুরের পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টায় পীরগাছা উপজেলার অনন্তরাম বড়বাড়ির তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলন অনন্তরাম বড়বাড়ির এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। কিছুদিন পরে উপজেলা পরিষদে অফিস করতে দেখা যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব প্রত্যাহারের পর আবারও গা ঢাকা দেন।

রংপুরের পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth