৪ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

রৌমারীতে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের

আমাদের প্রতিদিন
6 months ago
186


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভারত থেকে উড়ে আসা বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে সীমান্তবর্তী এক গ্রামে। শকুনটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে। এ শকুনের দেখা মিলেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাগুয়াপাড়া গ্রামের মাছুম মিয়ার বাড়ীতে।

স্থানীয় বাসিন্দা মাছুম মিয়া জানান, গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে শকুনটি আমার বাসায় উড়ে এসেছে। খাবারের খোঁজে ভারতের পাহাড় থেকে হয়তোবা শকুনটি আসে। পরে শকুনটি ধরে পায়ে রশি বেধে বাড়ীতে আটকে রাখা হয়। হিং¯্র প্রাণী শকুনটি মানুষ দেখলে কামড়েতে চেষ্টা করে। পরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় উপজেলা প্রশাসনকে জানালেও তাঁরা উদ্ধার করতে আসেনি।

কুড়িগ্রাম সহকারি বন সংরক্ষক কর্মকর্তা মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, রৌমারী সীমান্তবর্তী এলাকা হওয়ায় শীতকালীন সময়ে খাবারের সন্ধানে ভারত সীমান্ত থেকে প্রবেশ করে আবার সীমান্তের দিকে যাওয়ার সময় তখন শকুনগুলো আটকা পড়ে যায় বা অনেক মানুষও ধরে ফেলে। এ বিষয়ে জানতে পারলে আটকা থাকা প্রাণীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংরক্ষন অথবা অবমুক্ত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth