খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ডহোটেল মোড়াস্থ বিএনপি'র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযোদ্ধার প্রজন্ম দল রংপুর জেলা ও মহানগর আয়োজন করেন।
মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী সভাপতিত্ব করেন। মহানগরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ।
এ সময় রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, জেলা বিএনপি'র সদস্য সচিব আনিসুল হক লাকু, মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, রংপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক শরীফ লাভলু লেবু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জুয়েল, মহানগর আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব সাফায়েত হোসেন সৌরভ, যুগ্ম আহবায়ক শরীফ শামীম হাবু, জেলার যুগ্ম আহবায়ক মামুন অর রশীদ বিপ্লব, যুগ্ম সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মিথুন রায়সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নুরে আজম।