কিশোরগঞ্জে জামায়াতের সীরাত মাহফিল
কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সীরাত (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর ইউনিয়ন জামায়াতের আমীর শিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখেন জামায়াতের সাবেক নায়েবে আমীর ও বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের পূত্র শামীম সাঈদী। প্রধান তাফসীর পেশ করেন মাওলানা নূরুল আমিন,বিশেষ তাফসির পেশ করেন মাওলানা আরিফ আল মামুন। প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রভাষক ডঃ খায়রুল আনাম। সভা উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম। গোটা অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন কিশোর সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন।