৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

রৌমারীর ‘কুখ্যাত’ ডাকাত খয়রাত গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
2 weeks ago
31


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীর কুখ্যাত ডাকাত মোহাম্মদ খয়রাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খেওয়ারচর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদকের একাধিক মামলাসহ অভিযোগ রয়েছে। রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল হেলাল মাহমুদ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার যাদুচরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত খয়রাত হোসেনকে ওয়ারেন্টমুলে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খয়রাত হোসেন উপজেলার খেওয়ারচর গ্রামের মহির উদ্দিনের ছেলে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া কুখ্যাত ডাকাত খয়রাত হোসেনকে কাল শনিবার আদালতে পাঠানো হবে বলে জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth