৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশ বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
52


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের ২০ বছরে পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

বৈশাখী টিভির দিনাজপুর সংবাদদাতা একরাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা খনির উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রতন সিং, ডিবিসি নিউজের মোর্শেদুর রহমান, এস.এ টিভির খাদেমুল ইসলাম, প্রথম আলো’র রাজিউল ইসলাম রাজু, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, মাইটিভি’র মুকুল চাটার্জী, নাগরিক টিভি’র আবুল কাশেম প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ ও সুধীজনরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth