সচিবালয়ের আগুন বিচ্ছিন্ন ঘটনা নয় নিঃসন্দেহে এটি চক্রান্ত ….রংপুরে রুহুল কবির রিজভী
মহানগর প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুনের হৃদয় বিদারক ঘটনায় ফায়ার ফাইটার নয়ন দেশের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন। এটি কোন স্বাভাবিক মৃত্যু নয়, তার মৃত্যুর মর্যাদা শহীদের মর্যাদা। সচিবালয়ের অনেক গুরুত্বপূর্ণ ফাইল এবং আসবাবপত্র পুরে ছাই হয়েছে। এই ঘটনা আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না, নিঃসন্দেহে এটি চক্রান্তের একটি অংশ।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়ায় মৃত ফায়ার ফাইটার সোহানুর রহমান নয়নের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সমবেদনা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় বিএনপির এই নেতা বলেন, আমরা মনে করি চলমান স্বাধীনতা সার্বভৌমত্ত রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম তার অন্যতম শহীদ সোহানুর রহমান নয়ন।
বিজভী বলেন, দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসর আমলাতন্ত্রে বলেন কিংবা পুলিশে বলেন ঘাপটি মেরে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। কোথায় কখন তারা নাশকতার চক্রান্ত করছেন তার কোন ঠিক নেই। এইসব ঠেকাতে গিয়ে দেশের জন্য জীবন দিচ্ছেন এই নয়নের মত শহীদরা। এগুলো রুখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই এখন একমাত্র চ্যালেঞ্জ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার প্রমূখ।
এ সময় নেতককর্মীরা নিহত নয়নের পরিবারের কাছে দুই লাখ টাকা অর্থ সহায়তা দেন। এছাড়াও মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার বিএনপির পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পৃষ্টপোষক তারেক রহমানের নির্দেশনায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের নিহত কর্মী নয়নের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।