গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিলেন গঙ্গাচড়ার ইউএনও
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আহত ব্যক্তিদের সাথে কুশল বিনিময় ও খোঁজখবর নিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। তিনি শনিবার উপজেলার আহত পাঁচ ব্যক্তি কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত এলাকার আব্দুল হান্নানের ছেলে আব্দুর রহমান (১২), লক্ষীটারী ইউনিয়নের চর ইচলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনোয়ারুল ইসলাম (২১), বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণ পাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মফিজুল ইসলাম (২১), সদর ইউনিয়নের আরাজিনয়ামত এলাকার আনিচুর রহমানের ছেলে শাহাদাত হোসেন সাব্বির (১৯) ও ধামুর বোল্লারপাড় এলাকার আতিয়ার রহমানের ছেলে রব্বানী মিয়া (৩৪) এর বাড়িতে গিয়ে কুশল বিনিময় ও তাদের পরিবারের খোঁজখবর নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিসবাহ উল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।