মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষক সমিতির মত বিনিময়
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রনালয়ের জারিকৃত ও ২০২০ সালের ১২ আগষ্টের কালো পরিপত্র বাতিল, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও বাংলাদেশ শিক্ষ সমিতি উপজেলা কমিটি নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ ডিসেম্বর) শনিবার মিঠাপুকুরের খোর্দ্দ শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত জেলা সমন্বয়কারী রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়কারী সুনিল মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, বিশেষ অতথি ছিলেন ভুরুঙ্গামারী উপেজেলা সাধারণ সম্পাদক আলফাজ আলম, মিঠাপুকুরের আব্দুল মজিদ মিয়া, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, খোর্দ্দ শান্তিপূর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ সিদ্দিক প্রমুখ।