রংপুরে কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের শিক্ষক প্রশিক্ষন কর্মশালা
নিজস্ব প্রতিবেদক:
নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্তৃক পরিচালিত (বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড-প্রস্তাবিত) এর বৃত্তি পরীক্ষা-২০২৪ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষকগণের প্রশিক্ষণ কর্মশালা আজ (২৮ ডিসেম্বর) শনিবার অনুষ্ঠিত হয়। ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা বিভাগের পরীক্ষকগণ অংশগ্রহণ করেন। রংপুর বিভাগের ৮ জেলার সকল উপজেলার সকল প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকবৃন্দ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সোসাইটির সহ-সভাপতি মো. তাহমিদুর রহমান, সভাপতিত্বে প্রধান আলোচক উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী, সঞ্চালনা করেন সচিব ও যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর আলম, মো. আসাদুজ্জামান বিপ্লব, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো. খায়রুল আলম, সাংগঠনিক সচিব মো. হুমায়ুন কবির রিপন, দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ। রংপুর জেলা শাখার সচিব মো. গোলাম মেহেদী, দিনাজপুর জেলার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, লালমনিরহাট জেলা শাখার সুলতান আহমেদ সোহেল। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নতি সাধন করা সম্ভব। পরীক্ষক হিসেবে খাতা মূল্যায়ন করে নির্ধারিত সময়ের মধ্যে খাতা জমা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করেন।