৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

আমাদের প্রতিদিন
2 weeks ago
15


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে  ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।

আটককৃতরা হলেন গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের আরাজি জয়দেব গুচ্ছগ্রামের বকুল মিয়ার ছেলে মজমুল মিয়া (৩১) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সদর এলাকার মৃত তোরাব মিয়ার ছেলে আরিফ মিয়া (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে আটককৃতরা শনিবার রাত আটটার দিকে উপজেলার মর্ণেয়া  ইউনিয়নের মৌভাষা এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করছিল।

গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর নির্দেশনায় এসআই(নিঃ) বেলাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদক কারবারি দ্বয়কে ফেন্সিডিল বিক্রয়কালে আটক করে।

এ সময় মাদক কারবারিদের নিকট থেকে ১০ বোতল ফেনসিডি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, আটক মাদক কারবারিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth