গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষকের শেষকৃত্য সম্পন্ন:বিভিন্ন মহলের শোক প্রকাশ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার মহন্তের (৫২) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আজ (২৯ ডিসেম্বর) রবিবার সকাল এগারোটার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বটেরতল দক্ষিণটারী গ্রামের নিজ ভিটায় তাকে সমাধি করা হয়। দিলীপ মহন্ত ওই গ্রামের স্বর্গীয় শিক্ষক দিগম্বর মহন্তের বড় ছেলে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার রাত আনুমানিক আটটার দিকে রংপুর শহর থেকে একটি অটোরিকশায় গঙ্গাচড়া বাজারের দিকে আসছিলেন দিলীপ কুমার মহন্ত।
পথিমধ্যে গঙ্গাচড়া ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় গঙ্গাচড়া বাজার থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোতে থাকা দিলীপ কুমার মহন্ত ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতেই দিলীপ মহন্তের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
এদিকে দিলীপ কুমার মহন্তের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান, সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান বেলাল, পীরেরহাট পাইলট কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালক সুধির চন্দ্র বর্মন, গণমাধ্যম কর্মী নির্মল রায়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা দিলীপ মহন্তের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।