৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

চার দফা দাবিতে এসপিজিআরসি রংপুর শাখার প্রতিকী অনশন কর্মসূচি পালন

আমাদের প্রতিদিন
2 weeks ago
15


মহানগর প্রতিবেদক:

বাংলাদেশের উর্দুভাষী সংগঠন ষ্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটির (এসপিজিআরসি) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে রংপুর শাখা এসপিজিআরসির প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে। এসপিজিআরসি রংপুর শাখার আয়োজনে রবিবার (২৯ ডিসেম্বর) রংপুর প্রেসক্লাব চত্বরে প্রতিকী অনশন কর্মসূচি সকাল সাড়ে ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত চলে। পরে দুপুর ১টায় রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু উপস্থিত হয়ে সকলকে জুস পান করিয়ে অনশন কর্মসূচীর সমাপ্তি ঘটে।

অনশন কর্মসূচী হতে চার দফা দাবির কথা উত্থাপন করা হয় দাবিগুলোন হলো- *মর্যাদার সহিত উর্দুভাষীদের সরকারিভাবে পূর্ণঃবাসন। * সকল উর্দুভাষীদের ক্যাম্পে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ না করা। *সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রেলের জায়গা ও অন্যান্য জায়গা থেকে ক্যাম্প উচ্ছেদ বন্ধ করা। * বৈষম্যহীন সকল মৌলিক অধিকার সমান ভাবে পাওয়ার অধিকার প্রতিষ্ঠা।

এ সময় অনশন কারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি পালিত হবে এতেও দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

অনশন কর্মসূচীতে এসপিজিআরসি রংপুর শাখার সভাপতি শরফুদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্যাশিয়ার নাসিম, দপ্তর সম্পাদক তৈয়ব হোসেন, প্রচার সম্পাদক খুরশীদ আলম, সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আইটি সম্পাদক সুজন, সদস্য জসিম, আউয়াল, এমএ বারী প্রমূখ।

এ সময় রংপুর মহানগরীর শতাধীক উর্দুভাষীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth