কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে কুর্শার চেয়ারম্যান গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার মামলায় কাউনিয়ায় উপজেলায় কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শনিবার দিনগত গভীররাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা এলাকায় নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী।
গ্রেফতার আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বর্তমানে তিনি কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালন করছেন। আব্দুল মজিদ মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে
রোববার ২৯ ডিসেম্বর রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম সরদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শাহ আলম সরদার জানান, রংপুরে ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তাজহাট এলাকায় ওমর ফারুক গুলিবৃদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় অক্টোবরে ওমর ফারুক বাদী হয়ে ৮৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে তাজহাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুল মজিদ এজাহারভুক্ত ১৪ নাম্বার আসামি। শনিবার দিনগত গভীররাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে রংপুর আদালতের পাঠানো হয়েছে।