৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

পলাশবাড়ীতে আগুনে পুড়লো ইউপি সদস্যে বাড়ী

আমাদের প্রতিদিন
2 weeks ago
48


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

পলাশবাড়ীতে আসাদুজ্জামান মজনু নামের এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (২৯ ডিসেম্বর) রবিবার গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য আসাদুজ্জামানের অভিযোগ, রাত ১ টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দেয়। তখন তিনি টেলিভেশন দেখছিলেন। হঠাৎ ঘরের বারান্দায় আগুণ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এতে তার বারান্দার আসবাব পত্র সহ বিভিন্ন  প্রয়োজনীয় জিনিপত্র পুড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

খবর পেয়ে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

আগুনে প্রায় কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ইউপি সদস্য। ঘটনাস্থলে কয়েকটি পেট্রোলের বোতল পাওয়া গেছে। এর এক সপ্তাহে আগে তাঁর খড়ের পালাতে আগুণ দিয়েছিল দুবৃর্ত্তরা। সেই আগুণে তাঁর সব খড় পুড়ে যায়। জীবনের নিরাপত্তা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন তিনি।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, বিষয় টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth