৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অংশীজনের সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
29


মহানগর প্রতিবেদক:

জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে বিভিন্ন অংশীজনের উপস্থিতিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের রংপুর জোনের আওতাধীন মোট ১০টি সড়ক বিভাগের অংশগ্রহনে একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের আয়োজনে অফিস অডিটরিয়ামে আয়োজিত অংশীজন সভায় সভাপতিত্ব করেন রংপুর সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া।

সভায় উপস্থিত ছিলেন রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান ও বগুড়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুপ্তা চাকমা। এছাড়াও রংপুর জেলার, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর , পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী যথাক্রমে মোঃ সাজেদুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল মোমেন, মোঃ মুনসুরুল আজিজ, সুলতান মাহমুদ, মোঃ রাফিউল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, পিয়াস কুমার সেন, মোঃ মনিরুজ্জামান ও উপ-বিভাগীয় প্রকৌশলীবৃন্দ, সহকারী প্রকৌশলীবৃন্দ, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, অফিসের অন্যান্য স্টাফ, ঠিকাদার, সাংবাদিকসহ অন্যান্য জনসাধারণ উপস্থিত ছিলেন।

উক্ত অংশীজন সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত অফিস স্টাফ, ঠিকাদার, সাংবাদিকসহ অন্যান্য জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্নের জবাব দেয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth