২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

বিরলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
11 months ago
146


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে গগণপুর যুব কল্যাণ সংস্থার আয়োজনে ৮ম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।

গগণপুর যুব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মকছুল মিনার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিলন রেজা এর যৌথ সঞ্চালনায় শনিবার রাতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সহসভাপতি কামরুজ্জামান, যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, সদস্য নুর ইসলাম, জাহাঙ্গির প্রমূখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান আ ন ম বজলুর রশীদ কালু। এর আগে প্রধান অতিথি উপজেলার রাজারামপুর ইউনিয়নের রেজাইকুড়া গ্রামসহ বিভিন্ন স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth