রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের আহ্বান জানিয়ে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । রবিবার (২৯ ডিসেম্বর) নগরীর মুলাটোল কোতয়ালী থানা সংলগ্ন হোটেল লিটিল রংপুর ইন মিলনায়তনে সভায় সংগঠনের বিগত দিনের কর্মকান্ড, আয়-ব্যয়ের হিসাব ও ব্যবসায়ীদের নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আতিক উল্লাহ আতিক, পরিচালক আলী আহমেদ চান্দ, সাব্বির আহমেদ, মোঃ আসলাম, নুরুল ইসলাম পটু, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, শাহনাজ বেগম, অমিত বণিক, আব্দুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা হাসু মিয়া সহ সকল সদস্যবৃন্দ। এ সময় সংগঠনের সদস্যরা ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরেন।