রংপুর সদর উপজেলার (ইউএনও) সাইফুল ইসলাম সঙ্গে সাংবাদিকের মত বিনিময়
আঃ রহিম পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম এর সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল উপজেলার (ইউএনও) এর কক্ষে রংপুরের দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার (পাগলাপীর রংপুর প্রতিনিধি ) আঃ রহিম , দৈনিক প্রথম খবর পত্রিকার (রংপুর সদর প্রতিনিধি )আশাদুজ্জামান টিটু ও দৈনিক নাসা নিউজ পত্রিকার (রংপুর জেলা প্রতিনিধি ) মোঃ আঃ কাহার ছিদ্দিকী সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন সাংবাদিক হল জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে সমাজের চিত্র জাতির সামনে ফুটে উঠে। (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম আরো বলেন আমি আপনাদের সহযোগীতা পেলে রংপুর সদর উপজেলা থেকে সকল অপরাধ মুক্ত করতে পারবো। আমি সম্পুর্ণ নিরপেক্ষ থেকে রংপুর সদর উপজেলার বাসীর সেবা করতে চাই, তাই আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন।