তারাগঞ্জে মাদকসেবন করায় ২ জনের জেল-জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে দুই মাদকসেবনের দায়ে দুইজনকে জেল ও জরিমানা করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত এ সাজা দিয়েছেন। জেল ও জরিমানাপ্রাপ্তরা হলে উপজেলা কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মাহাতা উদ্দিনের ছেলে রাজু আহাম্মেদ (৪৯) ও একই ইফপির জর্দ্দিপাড়া গ্রামের মৃত লুতফুর রহমানের ছেলে আমিনুর ইসলাম (৩৫)।
আদালত সূত্র জানায়, শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলায় অভিযান পরিচালনা করেন। বিকালে তারাগঞ্জ বাজারের যমুনা ব্যাংকের সামনে নির্মাণধীন ভবনে মাদক সেবন করার সময় দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরে তাদের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা সেখানে উপস্থিত হয়ে সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতে বসিয়ে অপরাধের মাত্রা বিবেচনায় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক জাজার টাকা জরিমানা ও অপর জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ শত টাকা জরিমানা হরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এতে করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।