রংপুরে ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলে সংঘর্ষ :সাবেক দুই এমপি ও সাব রেজিস্ট্রারসহ প্রায় ৩ শতাধিক জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক:
সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে রংপুরে মিছিল চলাকালীন সংর্ঘষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মেট্রোপলিটন থানায় দায়েরকৃত মামলায় আসামি হিসেবে সাবেক দুই এমপি, গঙ্গাড়চা উপজেলা সাব রেজিস্ট্রার রিপন চন্দ্র মণ্ডলসহ ৪৬ জনের নাম উল্লেখ্য করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ৩শতাধিক ব্যক্তিকে ওই মামলায় আসামিভুক্ত করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।
মামলাটি দায়ের করেন বদরগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব লিয়াকত উল্ল্যাহ জিসান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।
মামলার আসামিরা হলেন, সনাতন জাগরণ মঞ্চ রংপুরের সমন্বয়ক ও রংপুর সম্মিলিত সাংকৃতিক জোটের প্রচার সম্পাদক দীপকংর ভট্টাচার্য্য, সনাতন জাগরণ মঞ্চ রংপুরের সংগঠক দেবাশিষ সরকার, আলোক গোস্বামী, মানিক চন্দ্র জয়, রবীন্দ্র নাথ সরকার রিপন, অজয় কান্ত বর্মন, অনুম রায়, সনাতন জাগরণ মঞ্চ রংপুরের রংপুর জেলার সদস্য সচিব অশোক রায়, রংপুর জেলা মৎস্যজীবী লীগ নেতা সুধীর চন্দ্র জীবন, পূজা উদযাপন পরিষদের সভাপতি ফুলবাবু, এছাড়াও সংরক্ষিত আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি, রংপুর-১ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান বাবলু, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড রেজাউল করিম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী,মহানগর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম বাশার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক তাপস ঘোষ, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি এমাদ মিয়াসহ ৪৬ জনের নাম উল্লেখ্য করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও প্রায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। যার মধ্যে হিন্দু সনাতন জোট ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসামি হয়েছেন।
মামলায় বলা হয়, বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তাদের অর্থ যোগানদাতারা দেশের পরিস্থিতি অস্থিতীশীল করার লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। বিভিন্ন সময়ে ভিন্ন ব্যানার ব্যবহার করে পরিস্থিতি ঘোটালে করার পাঁয়তারা করেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর রাতে আসামিরা রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে লাঠিসহ অস্ত্র নিয়ে মিছিল বের করেন। বিক্ষুদ্ধ জনতা তাতে বাধা দিলে সংঘর্ষ বাধে। এঘটনায় মামলার বাদীসহ একাধিক ব্যক্তি আহত হন ।