গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। আটকৃতরা হলেন উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (৪০) ও হাবু তাতীপাড়ার মৃত আব্দুল হামিদ এর ছেলে আবু তালেব (৪২)।
আজ (৩০ ডিসেম্বর) সোমবার সকাল ১১:৩০ টার দিকে গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, আটককৃতরা সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মহিপুর থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিল।গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি মোঃ আল এমরান এর দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ শামীম আহম্মেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক কারবারিদের আটক করে।এ সময় মাদক কারবারিদের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।