৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

দিনাজপুরে একদিনে দিনের তাপমাত্রা কমেছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

আমাদের প্রতিদিন
2 weeks ago
13


দিনাজপুর প্রতিনিধি:

দেশের উত্তরের জেলা দিনাজপুরে একদিনের ব্যবধানে আজ সোমবার (৩০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও দিনের তাপমাত্রা কমেছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় এবং দিনভর সূর্য্যরে দেখা না পাওয়ায় অনুভুত হচ্ছে তীব্র শীত।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন জানান, আজ সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে দিনাজপুরে দিনের তাপমাত্রা কমেছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনভর মেঘলা আকাশ ও দিনের বেশীরভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্য্যরে দেখা যায়নি সূর্য্যরে। এ কারনেই কমেছে তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা কমলেও বেড়েছে সকালের সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, আগামী ৩ থেকে ৪ দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে এবং অনুভুত হতে পারে তীব্র শীত। সেই সাথে শৈত্য প্রবাহেরও আশংকা রয়েছে।

এদিকে গতকাল দিনের তাপমাত্রা হঠাৎ হ্রাস পাওয়ায় বেশ শীত অনুভুত হলেও স্বস্তি প্রকাশ করেছে মানুষ। দিনাজপুর শহরের কালিতলা এলাকার পান দোকানদার লিয়াকত আলী বলেন, গত কয়েকদিন ধরে রাতে ও সকালে বেশী শীত অনুভুত হলেও প্রায় দিনভর প্রখর রোদ থাকায় দিনের বেলায় বেশ গরম লাগতো। শীতকালেও দিনের বেলায় প্রচন্ড গরম অনুভুত হওয়ায় অস্বস্তি বোধ হতো। দিনের বেলায় শীত মৌসুমের কোন বৈশিষ্ঠ্যই ছিলো না। কিন্তু আজ  (সোমবার) দিনের বেলাতেও শীত অনুভুত হওয়ায় শীত যেনো তার বৈশিষ্ঠ্য ফিরে পেয়েছে।

তবে দিনভর সূর্য্যরে মুখ দেখা না যাওয়ায় এবং দিনের বেলাতেও বেশ শীত অনুভুত হওয়ায় অস্বস্তি ও দুর্ভোগে পড়েছে সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

দিনাজপুর শহরের ইজিবাইক চালক মোঃ ফরিদ বলেন, গত কয়েকদিন ধরে দিনের বেলায় তীব্র রোদ থাকায় ইজিবাইক চালাতে কোন সমস্যা হতো না। কিন্তু আজ (সোমবার) দিনভর সূর্য্যরে দেখা না মেলায় অনুভুত হয় তীব্র শীত। দিনের বেলাতেও ইজিবাইক চালাতে ঠান্ডায় হাত-পা কোকড়া হয়ে আসছিলো।

অন্যদিকে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্জগড়ের তেঁতুলিয়ায় গতকাল সোমবার প্রবাহিত হয় শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়ায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল নীলফামারীর সৈয়দপুরে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর ডিমলায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়স, নওগাঁর বদলগাছিতে ১৩ ডিগ্রি সেলসিয়াস,  বগুড়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth