৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

বিরল নিউ সোপান ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
12


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল নিউ সোপান ক্যাডেট স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০ ডিসেম্বর) সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম আলী।

বিশেষ অতিথিরবক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহিদুল ইসলাম, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও স্মার্ট ইংলিশ একাডেমির পরিচালক রাহিনুর ইসলাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওঃ মনসুর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আজমির হোসাইন, ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বেলাল হোসেন মন্ডল, সমাজ সেবক ইলিয়াস খান, সহকারী শিক্ষক আব্দুল্লাহ, প্রেস ক্রাবের আহ্বায়ক আতিউর রহমান প্রমূখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আলহাজ¦ মোঃ শমসের আলী।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth