৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

বিরামপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
19


বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

বিরামপুরে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসাবে আব্দুল আলীমকে পুলিশ গ্রেফতার করে আজ সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। তিনি বিরামপুর কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং  বিসকিনী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় চলতি বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার অজ্ঞাত আসামী হিসাবে আব্দুল আলীমকে (৩১) রবিবার দিবাগত রাতে বিজুল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

থানার ওসি মমতাজুল হক জানান, আটক আসামীকে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth