৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

গঙ্গাচড়ায় জমি জবরদখলের চেষ্টায় উত্তেজনা: থানায় অভিযোগ

আমাদের প্রতিদিন
2 weeks ago
49


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

জমির বিতর্কিত দলিল ও রেকর্ডের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকলেও বিবাদমান জমিতে মাটি ভরাটের মাধ্যমে মামলার প্রতিপক্ষরা জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রংপুরের গঙ্গাচড়া  উপজেলার আলমবিদিতর ইউনিয়নের আজগারপাড়া গ্রামে। এ ঘটনায় উভয়পক্ষের মাঝে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়ায় মামলার বাদী নুরুল হক (৭৩) গঙ্গাচড়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত নেপাসু মামুদের ছেলে নূরুল হক পাইকান মৌজার ৬৪৭ নং খতিয়ানের ৩৩৪০ নং দাগের ৫২ শতক জমির মধ্যে ২৬ শতক তার

মধ্যে ১৩ শতক জমি পৈত্রিক সূত্রে ও দলিল মূলে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন।

আরএস রেকর্ডের সময় ২০০৪ সালে একই গ্রামের প্রতিপক্ষ মৃত আজগার আলীর ছেলে শহিদার রহমান (৫৮) একটি জাল দলিল তৈরি করে ওই জমি নিজ নামে আরএস রেকর্ড ভুক্ত করে নেয়। এরই প্রেক্ষিতে নুরুল হক আরএস রেকর্ড সংশোধনের জন্য রংপুরের গঙ্গাচড়া  সহকারী জজ আদালতে একটি মামলা (নং- অন্য ২৩১/২৩) দায়ের করেন। পাশাপাশি নূরুল হকের ভাই নুর আলী বাদী হয়ে একই আদালতে উক্ত জাল দলিল (নং ১৮১৭/২০০৪) বাতিলের জন্য আরো একটি মামলা (নং- অন্য ৩০৭/২৩) দায়ের করেন। মামলা দুটি বর্তমানে চলমান রয়েছে।

এসব ঘটনার মধ্যেই গত ২৮ ডিসেম্বর শাহিদার রহমান ও তার লোকেরা বিবাদমান জমিতে জোরপূর্বক মাটি ভরাট করতে গেলে নুরুল হক বাধা দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার  অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth