ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে সভাপতি সোহেল সম্পাদক সুমন
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
'‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’' এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে সভাপতি সোহেল রানা, সম্পাদক সুমন ইসলাম, এবং সাংগঠনিক মজিবুর নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৯শে ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার বনওয়ারী মোড় সংলগ্ন জুট মিল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সংগঠনের উপজেলা সভাপতি সোহেল রানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর এবং দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রবিউল আলম, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন আলী, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব ইসলাম প্রমুখ।
সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন ডোমার ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ।
এরপর ২য় অধিবেশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনে উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সুমন ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলের সম্মতিক্রমে পূর্ণরায় তাদেরকে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, জাকিরুল ইসলাম বাবলু ও মোসাদ্দেক হোসেন কাফি, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও ডাঃ মইনুদ্দিন বাবু, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) উম্মে সালমা, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম
শাহিনুর ইসলাম (কোষাধ্যক্ষ), নুরননবী (দপ্তর সম্পাদক), আনারুল ইসলাম (ট্রেড ইউনিয়ন সম্পাদক), জাকারিয়া (প্রচার সম্পাদক), আতাউর রহমান (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক), রাহেন ইসলাম (পাঠাগার ও প্রকাশনা সম্পাদক), হাবিবুর রহমান (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), জাকারিয়া ইসলাম (আইন-আদালত সম্পাদক), শেখ সাদী (সাহায্য ও পুনর্বাসন সম্পাদক), জামিনুর রহমান (কর্মসংস্থান সম্পাদক), সবুজ ইসলাম (চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) নিযুক্ত হন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন, শরিফুল ইসলাম, ময়েজ উদ্দিন, আব্দুর রহিম, হাসিকুল ইসলাম, লোকমান হাবিব, হাবিবুল ইসলাম, মিলন ইসলাম, আব্দুল মান্নান, শরীফুল ইসলাম সবুজ, মমিনার, আব্দুস সালাম, নুরুন্নবী, মঞ্জুরুল ইসলাম এবং আনারুল ইসলাম।
উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি সোহেল রানাকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। সভাপতির শপথ বাক্য পাঠ শেষে কমিটির অন্যান্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
উল্লেখ্য যে, পূর্বের উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটিতে সভাপতি হিসেবে আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকিরুল ইসলাম বাবলু দায়িত্ব পালন করেছিলেন।