হিলিতে বেড়েছে আলু ও পেঁয়াজের দাম
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি নতুন জাতের আলু ও ভারতীয় পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি কম এবং আলু আমদানি বন্ধ থাকায় দেশি আলুর চাহিদা বৃদ্ধি পাওয়াতে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। বতমানে দেশি নতুন জাতের আলু কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৩৫ থেকে ৪০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, সরবরাহ কম হওয়াতে বেড়েছে আলু এবং পেঁয়াজের দাম। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। আগের থেকে ক্রেতা অনেক কম।
হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের তিন দিনে ভারতীয় ১৫ ট্রাকে ৪৩৫ মেট্রিকটন পেঁয়াজ আমাদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।