ঘোড়াঘাটে শীতার্তদের পাশে ইউপি চেয়ারম্যান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
উত্তরে জেগে বসেছে শীত সাথে হিমেল হাওয়ায় বিপাকে দিনাজপুরের ঘোড়াঘাটের অসহায় ও ছিন্নমূল মানুষেরা । গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন অনেক মানুষ । মধ্য রাতে অসহায় ও ছিন্নমূল মানুষদের বাড়িতে শীতার্ত মানুষের জন্য উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
গতকাল (৩0 ডিসেম্বর) রাতের আঁধারে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। তীব্র শীতে অসহায় বৃদ্ধা কর্মহীন গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি ইউনিয়নের ওয়ার্ড মেম্বারদের সাথে নিয়ে শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইতিপূর্বে ১ হাজার পরিবারের মাঝে এবং আজ ২৪০ পরিবারের মাঝে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিয়েছি। আরো প্রায় এক হাজার পরিবারকে দেওয়ার পরিকল্পনা আছে৷