৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

উলিপুরে যুবদল নেতা হত্যা মামলার আসামী গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
1 week ago
41


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা হত্যা মামলার আসামি সুলতান আহম্মেদ(৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(৩০ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকা শহরের উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। গ্রেপ্তার সুলতান ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকার জহুরুল হকের ছেলে।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার সুলতান ওই মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেমঘটিত বিরোধ মীমাংসা করতে গিয়ে থানা চত্বরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। এতে আহত হয়ে প্রাণ হারান যুবদল নেতা আশরাফুল আলম। রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের পক্ষের লোকজন ছেলের পক্ষে অবস্থান নেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য তাসভীর উল ইসলামের পক্ষের লোকজন এক ছাত্রদল নেতার পক্ষে অবস্থান নিয়ে সালিশে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তাসভীর উল ইসলামের সমর্থকেরা ক্ষুদ্ধ হয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে আব্দুল খালেকের সমর্থক আমিনুল ইসলামের শুভেচ্ছা হোটেল ভাংচুর করেন। এরপর জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।

পরে নিহতের পিতা বাদী হয়ে ২০ জনের নাম  উল্লেখ করে এবং অজ্ঞাত আসামীদের নামে উলিপুর থানায় মামলা দায়ের করন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth