গঙ্গাচড়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা আদায় ভ্রাম্যমাণ আদালতের
![](https://www.amader-protidin.com/storage/postpic/1735649186.webp)
নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে চলমান একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
এ সময় এবিসি ব্রিক্স কর্তৃপক্ষ ইটভাটার প্রয়োজনীয় কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেননি। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেড় লাখ টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে ভাটা পরিচালনা করবেন না মর্মে ইটভাটা কর্তৃপক্ষের নিকট মুচলেকা গ্রহণ করেন। এ সময় আদালত কর্তৃক ভাটার কিছু কাঁচা ইট নষ্ট করা হয়। উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর গ্রামে অবস্থিত ওই ভাটার মালিক শহীদ চৌধুরী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আদালত পরিচালনার সময় ভাটা কর্তৃপক্ষের কাছে কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। তাই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।