৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

বছরের প্রথম দিনে আজ পাঠ্যপুস্তক পাচ্ছে না দিনাজপুর জেলার কয়েক লাখ শিক্ষার্থী

আমাদের প্রতিদিন
2 weeks ago
71


দিনাজপুর প্রতিনিধি:

বছরের প্রথম দিনে আজ পাঠ্যপুস্তক পাচ্ছেন না দিনাজপুর জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কয়েক লাখ শিক্ষার্থী। সময় মতো পাঠ্যপুস্তক না আসায় সব শিক্ষার্থীদের আজ বই দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দিনাজপুর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক এসেছে মোট চাহিদার ১ দশমিক ১৫ শতাংশ এবং প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক দিনাজপুরে এসেছে মোট চাহিদার ২৫ দশমিক ৪৭ শতাংশ।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানাগেছে, দিনাজপুর জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৯ লাখ ৪৭ হাজার ৩৭৫ জন শিক্ষার্থীর মোট পাঠ্যপুস্তকের চাহিদা ৮০ লাখ ২৩ হাজার ৮৩৩টি। এর মধ্যে গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর-২০২৪) পর্যন্ত দিনাজপুরে পাঠ্যপুস্তক এসেছে মাত্র ৫ লাখ ৬৮ হাজার ২২০টি। দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে বেশ কয়েকটি উপজেলায় একটি পাঠ্যপুস্তকও পৌছেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ঠ শিক্ষা অফিসগুলো।

দিনাজপুর জেলা শিক্ষা অফিসের পাঠ্যপুস্তকের দায়িত্বে থাকা মোঃ সোহরাব হোসেন জানান, জেলার ১৩টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের প্রায় ৬’শ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ৪৩ হাজার ৭৪২ জন শিক্ষার্থীর পাঠ্যপুস্তকের চাহিদা মোট ৬০ লাখ ৬৭ হাজার ৬০২টি। এর মধ্যে পাঠ্য ৯টি উপজেলায় পুস্তক এসেছে ৭০  হাজার ১০টি। খানসামা, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোন পাঠ্যপুস্তক পৌছেনি।

এদিকে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.এম. শাহজাহান সিদ্দিক জানান, দিনাজপুর জেলার প্রাথমিক স্তরের ৩ হাজার ২৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ লাখ ৩ হাজার ৬৩৩ জন শিক্ষার্থীর মোট পাঠ্যপুস্তকের চাহিদা ১৯ লাখ ৫৬ হাজার ২৩১টি। এর মধ্যে পাঠ্যপুস্তক এসেছে ৪ লাখ ৯৮ হাজার ২১০টি। চতুর্থ ও পঞ্চম শ্রেনীর কোন পাঠ্যপুস্তক আসেনি। তিনি বলেন, জেলার ১৩টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় পাঠ্যপুস্তক পাঠানো হয়েছে। ৬টি উপজেলায় কোন পাঠ্যপুস্তক পাঠানো সম্ভব হয়নি। যেসব উপজেলায় পাঠ্যপুস্তক পাঠানো সম্ভব হয়নি, সে উপজেলাগুলো হলো-পার্বতীপুর, বীরগঞ্জ, ফুলবাড়ী, দিনাজপুর সদর, ঘোড়াঘাট ও হাকিমপুর।

এ.এম. শাহজাহান সিদ্দিক জানান, এবার কারিকুলাম পরিবর্তন ও পাঠ্যপুস্তকের কিছু অংশ পরিবর্তন করায় পাঠ্যপুস্তক ছাপাতে দেরী হচ্ছে। এ কারনেই পাঠ্যপুস্তক পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি বলেন, তবে অচিরেই সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth