দরজা ভেঙ্গে দেখেন ঘরের তীরে ঝুলছে আরমিনা
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে বাবার বাড়িতে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আরমিনা বানু (২২) নামের একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বদরগঞ্জ থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য। আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাশচারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত আরমিনা বানু ডাঙ্গাপাড়া বাশচারী এলাকার নুর আমিনের মেয়ে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত আরমিনা বানু ১৬-১৭ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। আরমিনা অসুস্থ হওয়ায় স্বামীর বাড়ি না গিয়ে বাবার বাড়িতেই আরও কিছু দিন থাকতে চান। বাবার বাড়িতে চিকিৎসা চলছিল তার। গত মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে নিজ ঘরে ঘুমাতে যায় আরমিনা বানু। সকালে ঘরের দরজা না খোলায় ডাকাডাকি করেও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে আরমিনা বানু। পরে স্থানীয়দের সহযোগিতায় ফাঁস থেকে মরদেহ নিচে নামানো হয়। স্থানীয়রা বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার।
পরিবার ও স্থানীয়রা আরও জানান, আরমিরা বানু কিছুদিন আগেও একবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল। পরিবারের লোকজনের জন্য সেবার বেঁচে যায়। এবারও রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে গিয়ে কোন্ সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনা। সকালে তার পরিবারের চিৎকারে এলাকাবাসী এসে দেখতে পায় গলায় ফাঁস দিয়েছে আরমিনা।
জানতে চাইলে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, এ বিষয়ে বদরগঞ্জ থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে। আর পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য।