রংপুরে সড়কে চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর হাতে গ্রেফতার-৩
![](https://www.amader-protidin.com/asset/postpic.png)
নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীতে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ (০১ জানু: ) বুধবার সকালে সাতমাথা এলকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের মাহিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,নগরীর খাসবাগ এলাকার আবিদ ইসলাম নয়ন, বালাটারি এলাকার জামান হোসেন ও নিউ জুম্মাপাড়া এলাকার কেএম মামুনুর রশিদ।
মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, সকালে সেনাবাহিনীর সদস্যরা তিনজনকে থানায় হস্তান্তর করেছেন। তাদের কাছ থেকে সিএনজি থেকে চাঁদা আদায়ের রশিদ পাওয়া গেছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।