চাল ও অর্থ আত্মসাতের অভিযোগ খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মুহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়াগেছে। এনিয়ে ১৯ ঠিকাদার, ৩৪ মিলার ও ২ জন সাধারণ কৃষক পৃথকভাবে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মুহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে চাল, অর্থ আত্মসাত ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠে। এছাড়াও ঠিকাদার, মিলার ও সাধারণ কৃষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগও উঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
এনিয়ে ১৯ ঠিকাদার, ৩৪জন মিলার ও ২জন কৃষক বাদী হয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন ও প্রত্যাহার চেয়ে লিখিত অভিযোগ করে।
এছাড়া ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কোন প্রকার চাল-ধান খাদ্যগুদামে দিবেন না বলে হুশিয়ারী দিয়েছেন মিলার, ঠিকাদার এবং কৃষকরা।
এ ব্যাপারে রৌমারীর ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মুহাম্মদ শহিদুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ দিয়েছে তা সত্য নয়।
কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য টিম গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।