রংপুরে মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের আর কোন বাধা নেই
নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-১১৬৩) মোঃ তাজুল ইসলাম চৌধুরী গং কে আহবায়ক কমিটির সকল কার্যক্রম না করার জন্য নির্দেশ প্রদান করেছেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর স্মারক নং-৪০.০২.০০০০.১০৪.৩৪.১৮.১৯৬৮ তে ২৬.১২.২০২৪ ইং তারিখ মোতাবেক রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন পরিচালক কর্তৃক স্বাক্ষরিত স্মারক নং- ৪০.০২.০০০০.১০৪.৩৪.১৮.১৯৬৮-১১৮০/১(৭) তাজুল ইসলাম হারুন চৌধুরীকে অবগতি ও কার্যাথের জন্য পত্র প্রদান করেছেন। উল্লেখ্য শ্রম অধিদপ্তর, পুলিশ কমিশনার, জেলা প্রসাশক, পুলিশ সুপার ও রংপুর কোতয়ালী থানাকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের পত্র প্রদান করেছেন। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং-বি-১১৬৩) এর নির্বাচিত ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের আর কোন বাধা রইল না।