পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের নতুন কমিটি গঠিত
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩ই জানুয়ারি ) পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অফিস কক্ষে বাদ মাগরিব এক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী উপজেলা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শামীম হাসান এবং সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন মহিপুর বাজার ডিগ্রী কলেজের সহ. অধ্যাপক হাফিজুর রহমান বেলাল।
এছাড়াও সাংগাঠনিক সম্পাদক পদে মাওলানা রেজওয়ান কবির, অফিস সম্পাদক পদে মোজাহারুল ইসলাম, প্রচার সম্পাদক পদে শিবিরের সাবেক উপজেলা সভাপতি আল মমিন এবং বায়তুল সম্পাদক পদে মাহামুদুল হাসান পলাশসহ মোট ৭ টি পদে কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুব জামায়াত সভাপতি আব্দুল মাওলানা লতিফ তরফদার।