মিঠাপুকুরে স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
মিঠাপুকুরে স্বেচ্ছাসেবক দল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। আজ শনিবার দুপুরে শঠিবাড়ী মৎস্য আড়ত সংলগ্ন মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একে আজাদ শফিকুল।
দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জিকরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল সাদী। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পাভেল সর্দার, সদস্য জাকির হোসেন, সুজন মিয়া, মির্জাপুর ইউনিয়ন সদস্য সচিব সালমান শেখ, হযরতপুর ইউনিয়ন সদস্য সচিব ফুয়াদ হাসান, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোনায়েম মিয়া প্রমুখ।