গাইবান্ধায় মোটরসাইকেলের ওপর কেক কাটলো ছাত্রলীগ
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা):
নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় মোটরসাইকেলের ওপর রেখে কেক কেটেছেন দলটির নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে উক্ত সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদের নেতৃত্বে এই কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গাইবান্ধা জেলা ছাত্রলীগের কমিটি ২০২১ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়।