৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

কাউনিয়ায় দুই ইটভাটা মালিকের দেড় লাখ টাকা জরিমানা

আমাদের প্রতিদিন
1 week ago
118


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

পরিবেশের কোনো ছাড়পত্র নেই, জেলা প্রশাসকের নেই অনুমতি। তারপরও অবৈধভাবে রংপুরের কাউনিয়ায় ধ থ্রি-স্টার ও কেবি ব্রিকস ইটভাটায় ইট পোড়ানোর দায়ে দুই ইটভাটা মালিকের দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপরিস্কার ও বেশী দামে পন্য বিক্রির অপরাধে দুই হোটেল ব্যবসায়ী মালিকের ও এক সবজি দোকানী মালিকের দুই হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৫ জানুয়ারী রবিবার দুপুরে উপজেলার টেপামধুপুর ও বেইলীব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।   

অভিযানে এসময় নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার মো: লোকমান হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন কাউনিয়া থানার এসআই মোকছেক আলী সহ থানা পুলিশের টিম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন জানান, বেইলীব্রিজ এলাকায় থ্রি-স্টার এবং টেপামধুপুর এলাকায় কেবি ব্রিকস ইটভাটা মালিকের পরিবেশের কোনো ছাড়পত্র নেই। ইট পোড়ানোর জন্য নেই জেলা প্রশাসকের অনুমতি । অথচ অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুইটি ইটভাটায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসময় থ্রিস্টার ইটভাটা মালিকের ৫০ হাজার এবং কেবি ব্রিকস ইটভাটা মালিকের এক লাখ টাকা করা হয়। থ্রিস্টার ও কেবি ব্রিকস ইটভাটা মালিকদের দ্রুত সময়ে বৈধ কাগজ পত্র করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী সময়ে বৈধ কাগজ পত্র দেখাতে না পারলে অবৈধ ইটভাটা দুইটি বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, এছাড়াও বেইলীব্রিজ বাজার এবং উপজেলা সদর মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরিস্কারের অপরাধে দুই হোটেল ব্যবসায়ী দেড় হাজার  ও বেশী দামে সবজি বিক্রির অপরাধে এক সবজি দোকানীর পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। ###

মো: মিজানুর রহমান, কাউনিয়া প্রতিনিধি, রংপুর ০১৭১৮৪১০১৪৬ --  ০৫.০১.২০২৫

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth