৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

পীরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

আমাদের প্রতিদিন
1 week ago
38


পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২২ টিমের বালক ও বালিকা প্রার্থমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ (০৫  জানুয়ারি) রবিবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে এ ফাইনাল টুর্নামেন্ট হয়।

পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) এন এম ইসফাকুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, রাণীনগন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবলু আহম্মেদ পীরগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, খেলোয়ার কল্যাণ সমিতির সেক্রেটারি ফারুক হোসেন প্রমুখ। রেফারির হিসেবে খেলাটি পরিচালনা করেন আকবর আলীসহ তার দল।

ফাইনাল খেলায় ভাদুয়া প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় (বালিকা) ট্রাইবে কারে ৩-১ গোলে ভোমরাদহ ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করেন। অপরদিকে (বালক) খেলায় সবুজ সরকারি প্রার্থমিক বিদ্যালয় ১-০ গোলে আজলাবাদ শিশু শিক্ষা কেন্দ্র সরকারি প্রার্থমিক বিদ্যালয়কে পরাজিত করেন।  আলোচনা শেষে বিজয়দের মাঝে অতিথারা ট্রফি তুলে দেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth