৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

উলিপু‌রে চর দখল‌কে কেন্দ্র ক‌রে নিহত ১ আহত ১০

আমাদের প্রতিদিন
1 week ago
35


কু‌ড়িগ্রাম প্রতিনি‌ধি :

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে চর দখল‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রুপের সংঘর্ষে এক ব‌্যক্তি নিহত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।আজ র‌বিবার (০৫ জানুয়ারি) দুপু‌রে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘ‌টে। নিহত ওই ব‌্যক্তির নাম দরবেশ আলী (৫২), তি‌নি থেতরাই ইউনিয়‌নের সিপার আক‌ন্দের ছে‌লে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।  বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নি‌য়ে, পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলার ছাওলা ইউনিয়‌নের পাঁচ নম্বর ওয়া‌র্ডের সা‌বেক সদস‌্য সবুর মিয়া ও একই ইউনিয়‌নের তিন নম্বর ওয়া‌র্ডের সদস‌্য ইসমাইল হো‌সেনের দীর্ঘদিন ধরে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। ক‌য়েক‌দিন আগেও দুই গ্রু‌পের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে র‌বিবার দুপু‌রে চর দখ‌লের চেষ্টা কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রু‌পের সদস‌্য দর‌বেশ আলী আহত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যান। এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত দশ জন আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

দলদ‌লিয়া ইউনিয়‌নের তিন নম্বর ওয়া‌র্ডের সদস‌্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খা‌সের (সরকা‌রি)। প্রতি বছর চর‌টি‌কে ঘি‌রে দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘ‌টে। আজ‌কেও (র‌বিবার) চর দখল‌কে কে‌ন্দ্রে ক‌রে উপয় প‌ক্ষের সংঘ‌র্ষে দর‌বে‌শ আলী না‌মে এক ব‌্যক্তি মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লা‌তো ভাই।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, লাশ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে। এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth