৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

বিরলে মাদ্রাসার পরিচালক কর্তৃক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে

আমাদের প্রতিদিন
1 week ago
60


বিরল (দিনাজপুর) প্রতিনিধি:

বিরল উপজেলার হযরত আলী (রাঃ) দারুল উলুম হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক ফিরোজ আহমেদ এর  বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে গেছে অভিযুক্ত ওই শিক্ষক। এ ঘটনায় গ্রামবাসীরা তার বিচার দাবী করলেও বলাৎকারকৃত ছাত্রের পরিবারকে একটি পক্ষ আপোস-মিমাংসার জন্য জোড়ালে চাপ দিচ্ছে এবং বিষয়টি মিমাংসা করে ধামাচাপা দেয়ার অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানিয়েছে, বিরল পৌরসভার ১নং ওয়ার্ড শংকরপুর এলাকার হযরত আলী (রাঃ) দারুল উলুম হিফজুল কুরআন মাদ্রাসার ১২/১৩ বছরের এক ছাত্রকে গত কয়েকমাস থেকে বিভিন্ন কৌশলে বলাৎকার করে আসছেন মাদরাসার পরিচালক ফিরোজ আহমেদ।

অভিযুক্ত শিক্ষক ফিরোজ আহমেদ জানান, বিষয়টি কমিটির মাধ্যমে মিমাংসা হয়ে গেছে। আমাকে মাদরাসা থেকে অপসারণ করা হয়েছে। আসলে এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত ছিল।

এ ঘটনায় মাদরাসা সংলগ্ন মুদি দোকানদার ছাইদুর রহমানসহ অনেকেই জানান, আমাদের সন্তানরা আজ শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপদ নয়। আমরা এখন যাব কোথায়? ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতেও ভয় পাচ্ছি।

ঘটনার সত্যতা স্বীকার করে মাদরাসা সভাপতি হবিবর রহমান বলেন, মাদরাসার সুমান ক্ষুণ্ন হবে বলে বিষয়টি গোপন রাখা হয়েছিল। আমরা উভয় পক্ষ'কে এক জায়গায় বসিয়ে বিষয়টি মিটমাট করে দেয়া হয়েছে এবং ইতোমধ্যেই মাদরাসা পরিচালক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth