পীরগঞ্জে ১টি বাড়ী আগুনে পুড়ে ছাই
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার দুধিয়া বাড়ী গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । রোববার দিবাগত রাতে বিদ্যুৎ এর সকট সার্কিট থেকে আঃ লতিফ মিয়ার বাড়ীতে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, অই রাত ৮ টার সময় লতিফ মিয়া ও তার ছেলে ময়নুল মিয়ার ২ টি ঘরের মালামাল আগুনে পুড়িয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও কম্বল বিতরণ করেছেন।