বিটিএ রংপুর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
মহানগর প্রতিবেদক:
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ ডিসেম্বর) সকালে মেডিকেল মোডস্থ লালকুঠি গালর্স স্কুল এন্ড কলেজ এর হলরুমে বিটিএ রংপুর জেলা শাখার আয়োজনে জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় বিটিএ রংপুর জেলা শাখার সভাপতি আতিয়ার রহমান প্রামানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাসুম হাসান, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ লুৎফর রহমান, রংপুর জেলা শাখার সহ-সভাপতি আজিজুল ইসলাম, আতোয়ার রহমান মন্ডল, কোষাধ্যক্ষ মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুজ্জামান, সহ দপ্তর সম্পাদক খয়রাত হোসেন, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় বিটিএ রংপুর জেলা ও মহানগর শাখার সদস্যগণ উপস্থিত থেকে তাদের মত প্রকাশ করেন।